
পদ্মা সেতু নিয়ে বাজে মন্তব্য করায় আবুল কালাম আজাদ (৪২) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ জুন, সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
আটককৃত আবুল কালাম আজাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ সুপার জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজপোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ এ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়। নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ওই পোর্টালের পেইজে শেয়ারের পর সেখানে ওই সংবাদের নিচে আপত্তিকর মন্তব্য করেন আবুল কালাম আজাদ।
পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, বিএনপি নেতা আবুল কালাম আজাদের কমেন্টের বিষয়টি আমাদের নজরে আসার পর সোমবার রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, আবুল কালাম আজাদকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]