
রাজশাহীতে বাংলাদেশ কৃষক লীগ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টার দিকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানা কৃষক লীগের সভাপতি রোকোনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. তাজবুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে শ্রী বিমল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, এজাজ উদ্দিন উজির , জেলা সদস্য, বজলে মামুন,আতাউর রহমান, ইমন হোসেন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দিপক চন্দ্র কবিরাজ, পৌর সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্তমান সরকারের সাফল্যের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ কৃষক লীগের দুর্গাপুর উপজেলা শাখাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিবার্তা/কিবরিয়া/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]