
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (২৪ জুন) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও তার ৫ বছরের ছেলে নিহত হন।
তিনি বলেন, এ সময় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]