
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে বন্যা কবলিত মানুষের জন্য দ্রুত গতীতে সরকারি ত্রাণের ব্যবস্থা করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে। মানুষ যাতে সহজে ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারে সে ব্যবস্থাও তিনি করছেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও মানুষের পাশে রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার ও শাহজালাল (রহ) বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, সাবেক চেয়ারম্যান মো. মনফর আলী, ইউনিয়ন পরিষদের সচিব রাজিব দাস, উপজেলা আওয়ামী নেতা ফারুক খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ মুরব্বি মছদ্দর আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, জালালাবাদ থানা ছাত্রলঙ্গের সাবেক সভাপতি আলী বাহার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহিত আলম শফিক, গেদন মিয়া মেম্বার, মন্তকা আহমদ, শরিফ আলী, মুজাহিদ আলী মেম্বার, কয়েস মেম্বার, আব্দুস সালাম মেম্বার, কমর আলী মেম্বার, মনু মিয়া, সিরাজ মিয়া, মকবুল হোসেন, লনি কান্ত, রুপা মিয়া, সমসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কলমদর আলী, বীর মুক্তিযোদ্ধা মখলিছ মিয়া, জামাল মেম্বার, জৈন উদ্দিন মেম্বার, এমদাদ আলী, বাতির আহমদ দিলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ, জলাল আহমদ, হেলাল আহমদ, আব্দুল মালিক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ফখর আহমদ।
বিবার্তা/সোহেল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]