
চাঁদপুরে ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন বেপারি (২৮) নামে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার চালিয়াপাড়া এলাকায় নিজের মাছের খামারে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদগঞ্জের চালিয়াপাড়া গ্রামের প্রবাসী হারুনুর রশীদের সন্তান। তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জসীম উদ্দীন পুকুরে মাছ ধরতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। আগে থেকেই এই পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় এই ঘটনা ঘটেছে। পরে উদ্ধার করে হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডাঃ ওমর ফারক সাংবাদিকদের বলেন, আমরা জসিমকে মৃত অবস্থায় পেয়েছি। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য কুমিল্লা মেডিকেলে পাঠিয়েছি।
ফরিদগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন দুর্ঘটনার সংবাদ আমরা জানতে পেরেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/ইমরান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]