
পিরোজপুরের নাজিপুরে দীর্ঘা টু বৈঠাকাটা আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী ছোট ছোট পরিবহণ ও মালবাহী পরিবহণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়কের বিভিন্ন স্থানে কাদামাটিসহ ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। ওই সব গর্তের উপর দিয়ে অটোরিকশা, ইজিবাইক, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনার মতো ঘটনাও ঘটছে।
রাস্তাটি নদীর পাশে হওয়ায় পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে কোনো কোনো জায়গা রাস্তা দুই পাশ ভেঙ্গে নদীতে বিলিন হচ্ছে।
পথচারী নাঈম হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের অবস্থা এতটাই বেহাল যে, প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে আমাদের উপজেলা সদরে যেতে হয় এবং অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচল করায় ছোট ছোট কালভার্ট গুলোও ভেঙ্গে যাচ্ছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা সহকারী প্রকৌশলী মো. গাফ্ফার হোসেন বলেন, রাস্তাটি চার বছর পর সংস্কার করা হবে। সে হিসেবে রাস্তাটির কাজ ২০২৩-২০২৪ অর্থ বছরে করা হবে।
বিবার্তা/মশিউর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]