
রাজধানীর মুগদার বড়বাজারের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সিতে রাত পৌনে ১১ টার দিকে মারা যায় মাহিন।
আহত অবস্থায় শিশুটিকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা শিশুর খালাত ভাই হিমেল জানান, মাহিন মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। উত্তর মুগদার মদিনাবাগ ১১১ নং একটি বাসায় থাকতো। তার বাবা মাসুম আহমেদ একটি পোশাক কারখানায় কাজ করেন। ২ ভাই ১ বোনের মধ্যে মাহিন দ্বিতীয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাস্তা দিয়ে যাচ্ছিল মাহিন ওই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি পিছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এ এস আই ) মাসুদ মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]