
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় জাকির শেখ (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন দৌলতদিয়া ইউনিয়নের সাহাদৎ মেম্বার পাড়ার ইউসুফ শেখের ছেলে। তিনি দৌলতদিয়া ঘাটে ট্রাক বুকিংয়ের কাজ করতেন।
যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পেশাগত কারণে তিনি অনেক রাত করে বাড়িতে আসা যাওয়া করতেন। গতরাতে কখন বাড়িতে এসেছেন তা কেউ বলতে পারছেন না। তাছাড়া তার স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলো না। হঠাৎ ভোরে জাকিরের ঘরের দরজা খোলা দেখতে পাওয়া যায়। সেসময় ভেতরে গিয়ে দেখেন হাত বাকা হয়ে মেঝেতে পড়ে আছেন তিনি। তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এছাড়া বিছানা অগোছালো এবং একটি স্ত্রু ড্রাইভার নিচে পড়ে ছিলো। এছাড়া সুইচ বোর্ডের সকেট খোলা ছিলো।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপণ কুমার মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করছেন। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাবে না।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]