
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের চাপায় মহিদুল ইসলাম (৫০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর পশু হাটের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহিদুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা এবং গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ছিলেন।
সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ব্যবসায়ী সোলাইমান হোসেন জানান, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মহিদুল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসিশেখ মোহাম্মদ সোহেল রানা জানান,দুপুরে মোটর সাইকেলযোগে মহিদুল ইসলাম ওই এলাকার চুলকানির বাজার থেকে গান্না বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধববপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা ঝিনাইদহ-ট-১১-১০২৯ নং ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/কোরবান/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]