
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে শনাক্তের হার ৩৩.৭৮ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এখন পর্যন্ত ২৬০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এদিকে স্বাস্থ্য বিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত কয়েদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তবে আক্রান্তের বেশির ভাগ মানুষই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। গতকাল মঙ্গলবার ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬৭ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২ জন, ঘাটাইলে ২ জন ৭০৬ ভূঞাপুরে ২ জন আক্রান্ত হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪০৬ জন। এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৯২৭ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ৩৮ হাজার ৩৮০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৯৪ হাজার ১৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়। ২০২০ সালের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ক্রমেই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে জেলায় সংক্রমণের হার উর্ধমুখী। সাধারণ মানুষ জ্বর ঠান্ডাকে অবহেলা করে ঠিক মতো কোয়ারেন্টাইন মানছে না কি। এমনি ঠিক নমুনাও না করিয়ে জনসম্মুখে ঘুরছে। যার ফলে সংক্রমণের হার দ্রুতই ছড়াচ্ছে। এছাড়া পরিবহনগুলোতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। একই সাথে টিকাও নিতে হবে। করোনা প্রতিরোধে সিভিল সার্জন অফিস কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
বিবার্তা/তোফাজ্জল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]