
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শিমুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানয়ারি) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা সাতবাড়িয়া এলাকায় স্যালো ইঞ্জিনচালিত ধান-গম মাড়া মেশিনের গাড়ি উল্টে তলে পড়ে সে নিহত হয়। নিহত শিমুল ভেড়ামারা কাজীহাটা দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, স্যালো ইঞ্জিনচালিত ধান-গম মাড়া মেশিনের গাড়ি চালিয়ে যাওয়ার সময় সাতবাড়িয়া এলাকায় উল্টে তার তলে চাপা পড়ে শিমুল নামে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
বিবার্তা/শরীফুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]