
শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি মোজা তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
রবিবার সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের মানিকগঞ্জ পাড়া এলাকার হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানি লিমিটেড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
শ্রমিকরা জানান, চায়না মালিকানাধীন ওই মোজা তৈরির কারখানায় কাজ করেন প্রায় এক হাজার শ্রমিক। গতকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেন কারখানার ভেতরে। পরে মালিকপক্ষ কোনো সমাধানে না এসে রবিবার সকালে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয় কারখানার মূল ফটকে।
পরে শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]