শিরোনাম
‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার’
প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১২:২৩
‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার’। ছোটদের এই প্রিয় ছড়া এবার শোনা যাচ্ছে ধূসর রংয়ের সিলের গলায়। তারা মানুষের গলার অনেক আওয়াজই প্রায় নকল করতে পারে।


এমনটাই দাবি স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রিউ-র বিজ্ঞানীদের। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে ওই বিশ্ববিদ্যালয়। সেখানে দেখা যাচ্ছে মানুষের গলাকে নকল করার চেষ্টা করছে সিল।


সেই ভিডিওতে তিনটি ধূসর সিলের ‘সঙ্গীতচর্চা’ করতে দেখা যাচ্ছে। তারা মানুষের বিভিন্ন আওয়াজ নকল করছে। তাদের মধ্যে একটি সিলকে‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারে’র সুর নকলও করতে দেখা যায়।


গবেষণার নেতৃত্বে রয়েছেন বিজ্ঞানী আমান্ডা স্ট্যান্সবুরি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেভাবে মানুষের গলার আওয়াজ ধূসর সিলগুলো নকল করছে, তা অবাক করার মতো। সিলরা যে শব্দ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, ওই ভিডিওতে রেকর্ড করা সিলদের আওয়াজ ঠিক সেই রকমও নয়।


বিজ্ঞানীরা জানিয়েছেন, সিলদের ভোকাল ট্র্যাক মানুষের মতোই কাজ করে।


তাদের দাবি, মানুষের কথা বলার সমস্যার চিকিত্সার ক্ষেত্রে সিলদের ওপর এই গবেষণা অনেক সাহায্য করবে বলে। সূত্র: আনন্দবাজার পত্রিকা



বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com