শিরোনাম
মোবাইল কেড়ে সেলফি তোলা শুরু বানরের!
প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৫:৪৩
মোবাইল কেড়ে সেলফি তোলা শুরু বানরের!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন জিনিসে আগ্রহ প্রকাশ শুধুমাত্র মানুষ নয় অন্য প্রাণীদের মধ্যেও দেখা যায়। তবে মোবাইল নিয়ে বানর-শিম্পাঞ্জিদের কেরামতি ইদানীং প্রায়শই সামনে আসছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।


সম্প্রতি পার্কে ঘুরতে আসা একদল পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে একটি বানর যা করেছে তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।


অস্ট্রেলিয়ার বাসিন্দা জুডি হিকস, তার স্বামী ও ছেলেমেয়েদের নিয়ে সম্প্রতি ছুটি কাটাতে এসেছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে এসে তিনি পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উবুদ মাংকি ফরেস্টে। এই ফরেস্ট আসলে বানরদের মুক্তাঞ্চল।


সেখানে যখন গাইডকে ছবি তোলার জন্য ফোন দিয়ে তারা সকলে পোজ দিচ্ছেন, তখনই এই কাণ্ড ঘটায় ওই বনাঞ্চলের একটি বানর।



মোবাইল দেখেই দূর থেকে ছুটে আসে সে। আর ঝাঁপিয়ে পড়ে গাইডের হাত থেকে কেড়ে নেয় মোবাইলটি। তারপরই হিকসদের সামনে দাঁড়িয়ে সুন্দর পোজে তুলতে থাকে সেলফি।


বানরের তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনার কথা লিখেছেন ওই অস্ট্রেলীয় পর্যটক। তারপরই ভাইরাল হয়েছে সেই ছবি। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com