শিরোনাম
অক্সফোর্ড অভিধানে ঠাঁই পেল ‘চাড্ডি’!
প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১১:৩৯
অক্সফোর্ড অভিধানে ঠাঁই পেল ‘চাড্ডি’!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অক্সফোর্ড ইংরেজি অভিধানে সর্বশেষ সংযুক্ত হওয়া ভারতীয় শব্দ কোনটি জানেন? জেনে হাসি পেতে পারেই, সেই হাসির কারণও বেশ সময়োপযোগী।


আঞ্চলিক শব্দভাণ্ডার বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে অক্সফোর্ড ইংলিশ অভিধানে নবযুক্ত ৬৫০ টির মধ্যে একটি শব্দ হল ‘চাড্ডি'। চাড্ডি (Chuddi) শব্দটি ভারতে অন্তত গত চার পাঁচ বছরে ব্যাপক জনপ্রিয়।


যদিও আন্ডারপ্যান্টের ভারতীয় শব্দ চাড্ডির ব্যবহার দেশে নতুন নয়, তবে হ্যাঁ, শব্দটি রাজনৈতিক কারণে নতুন দিশা পেয়েছে এই দেশে। যদিও অভিধানে রাজনীতির রঙ নেই। অক্সফোর্ড ইংরাজি অভিধানে চাড্ডির অর্থ: শর্ট ট্রাউজার্স, শর্টস। এখন সাধারণত: আন্ডারওয়্যার; আন্ডারপ্যান্টস।


একটি ব্লগ পোস্টে অক্সফোর্ড জানিয়েছে এই শব্দটি কীভাবে এত জনপ্রিয় হল। অক্সফোর্ড লিখেছে, ১৯৯০-এর দশকের বিবিসি কমেডি স্কেচ শো গডেস গ্রেশিয়াস মি'তে ভাংড়া মাফিন নামে পরিচিত দুই চরিত্রের মুখে লেখক সঞ্জীব ভাস্কর একটি ডায়লগ ব্যবহার করেন ‘কিস মাই চাড্ডিস'। এটিই শব্দটিকে জনপ্রিয় করেছিল সেই সময়।


অক্সফোর্ড ইংরাজি অভিধানে যুক্ত হওয়া অন্যান্য শব্দগুলোর মধ্যে রয়েছে ‘জিবনস' পেঁয়াজকলির ওয়েলশ ইংরেজি শব্দ, ‘সিটিউটারি' স্কটিশ বাইরে বসানোর জায়গার প্রতিশব্দ এবং আফ্রিকান শব্দ ডফ, যার অর্থ মূর্খ অজ্ঞাত বা নির্বোধ।


ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের মতে, এই শব্দগুলোকে অক্সফোর্ডের ‘ওয়ার্ডস হোয়্যার আর ইউ' আবেদনের অংশ হিসাবেই যুক্ত করা হয়েছে। গত বছর চালু হয়েছিল এই বিশেষ প্রকল্প, যা আঞ্চলিক শব্দগুলিকে অভিধানে যোগ করে। সূত্র: এনডিটিভি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com