শিরোনাম
হরিয়ানায় শতায়ু ভোটার প্রায় ৬০০০!
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৫:৪১
হরিয়ানায় শতায়ু ভোটার প্রায় ৬০০০!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১০০ বছর বেঁচেছেন, এমন মানুষের দেখা পাওয়া একটু মুশিকল তো বটেই। এখনকার দিনে খুব একটা বেশি এত দীর্ঘায়ু মানুষ দেখা যায় না।


ছবিটা কিন্তু উল্টো ভারতের হরিয়ানা রাজ্যে। সেখানে ভোটার তালিকায় নাম থাকা প্রায় ৬০০০ জনের বয়সই ১০০-র বেশি।


চলতি বছরেই লোকসভা ও বিধানসভা নির্বাচন হরিয়ানায়। তার প্রস্তুতিতেই দেখা যাচ্ছে, মোট ৫৯১০ জন ভোটারের বয়স ১০০-র বেশি। হরিয়ানার মধ্যে সবচেয়ে বেশি শতায়ু ভোটার আছেন কার্নালে, ৫৫৩ জন। আর ১১১ জন শতায়ু ভোটার নিয়ে এই তালিকায় সবচেয়ে পেছনে পঞ্চকুলা।


৯০-৯৯ এর বয়স কোঠায় রয়েছেন ৮৯,৭১১ জন। সবচেয়ে বেশি ভিওয়ানি (৭৯৬৪) এবং সবচেয়ে কম পঞ্চকুলা (১৪৩৬)।


ভোটার তালিকায় ৩.৬৮ লাখ নতুন ভোটারের নাম সংযুক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এক নির্বাচনী কর্মকর্তা ইন্দ্রজিত। সূত্র: এই সময়


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com