ঢাকা মেট্রোরেলে যাত্রীর অদ্ভুত ঘটনা ‘ভাইরাল’
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১১:২২
ঢাকা মেট্রোরেলে যাত্রীর অদ্ভুত ঘটনা ‘ভাইরাল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার মেট্রোরেলে এবার ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বাগ্‌বিতণ্ডা চলাকালীন এক যাত্রীকে কামড় দিয়েছেন আরেক যাত্রী। এতে ওই যাত্রীর হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন কেউ কেউ। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা।


মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়ে। কিন্তু ঘটনাটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। ঝগড়ায় লিপ্ত হওয়া দুজনের পরিচয়ও জানা যায়নি।


ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরুতে ঝগড়া, এরপর হাতাহাতি, একপর্যায়ে এক যাত্রী অন্যজনের হাতে কামড় দিচ্ছেন।


ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে, আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লেগেছে) গায়ে হাত লাগছে। ওনি বলতেছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।


আর অভিযুক্ত বলছেন, আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুসি দিয়েছে।


এদিকে, ক্যামেরার সামনে কামড়ের ফলে হাতে তৈরি হওয়া ক্ষত স্থান ও ছেড়া শার্ট দেখান ওই যাত্রী। দুজনের ঝগড়ার একপর্যায়ে অন্য এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়।


এরপর যিনি কামড় দিয়েছেন, অন্য যাত্রীদের তোপের মুখে পড়েন তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com