
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওরচেস্টার পাবলিক লাইব্রেরি পাঠকদের ফিরিয়ে আনতে এক অভিনব প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, এ ধরনের পাঠকেরা নগদ অর্থের পরিবর্তে কোনো বিড়ালের ছবি জমা দিলে জরিমানা মওকুফ করা হবে। এ সুযোগ এক মাসের জন্য।
গ্রন্থাগারের বই বা অন্য কিছু হারিয়ে ফেললে বা নষ্ট করলে সাধারণত জরিমানা হয়। অনেকে জরিমানার ভয়ে গ্রন্থাগারে আর যান না।
পাঠাগার কর্তৃপক্ষ এ উদ্যোগের নাম দিয়েছে ‘মার্চ মিউনেস’।
ওরচেস্টার পাবলিক লাইব্রেরির নির্বাহী পরিচালক জনসন হোমার এনবিসি বোস্টনকে বলেন, ‘নিজের বিড়াল না থাকলে আপনি একটি ছবি এঁকে আনতে পারেন। এটি দেখতে বাঘ বা সিংহের মতো বড় আকৃতির হলেও অসুবিধা নেই। আমরা সেগুলো দেখতে উৎসুক হয়ে আছি।’
গ্রন্থাগার কর্তৃপক্ষ বলেছে, কর্মকর্তারা দেখলেন, করোনা মহামারি শুরুর পর থেকে অল্প বয়সী অনেকের অনেক জরিমানা জমে গেছে, তখনই তারা এ উদ্যোগের কথা ভাবেন।
কর্তৃপক্ষ বলছে, এই প্রস্তাবে বেশ ভালোই সাড়া পাওয়া গেছে। মাসের প্রথম পাঁচ দিনে চার শতাধিক পাঠকের জরিমানা পরিশোধ হয়ে গেছে।
গ্রন্থাগারের ওয়েবসাইট জানিয়েছে, ‘এই উদ্যোগ শুধু বিড়ালের ছবির মধ্যে সীমাবদ্ধ নয়; আমরা শুধু বিড়ালের ছবি নেব—এমনটা নয়। আপনি চাইলে কুকুর, র্যাকুন, অরকা, ক্যাপিবারা বা অন্য যেকোনো প্রাণীর সত্যিকার ছবি বা আঁকা ছবি দেখাতে পারেন।’
গ্রন্থাগারের ওয়েবসাইটে বলা হয়, ‘আমরা চাই আপনি পাঠাগারে ফিরে আসুন। তাই হারিয়ে ফেলা বা নষ্ট করা বইয়ের জন্য আপনার যে জরিমানা হয়েছে, তা মওকুফে এক মাসের সুযোগ দিচ্ছি।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]