‘কুমির’-এর পেট থেকে বের হলো জীবন্ত মানুষ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫
‘কুমির’-এর পেট থেকে বের হলো জীবন্ত মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবিত বের হয়ে আসা চমকে যাওয়ার মতো ঘটনাই। তবে, এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।


ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তাঁরা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।


রোবট কুমির নামের এই ভিডিওতে এরই মধ্যে ৬ লাখের বেশি লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকেরা। আর যে ব্যক্তি কুমিরের পেটে ছিলেন, তাঁর অভিনয়ও ছিল দুর্দান্ত।


দর্শকদের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর তাঁরা প্রকল্পটির সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা দেখে অবাক হয়ে গেছেন।


ভিডিওতে দেখা যায়, মাঠে ঘাসের ওপর পেট মোটা কুমিরটি শুয়ে আছে। এর লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। এরই মধ্যে কুমিরটি হাঁ করে। তখন কুমিরের মুখের ভেতর থেকে এক ব্যক্তি হাত বাড়ান। সেই হাত ধরে অন্য এক ব্যক্তি তাঁকে কুমিরের পেট থেকে বের করে আনছেন।


ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘আমি দেখতে চাই, যখন এটি সত্যিকারের কুমির হবে। প্লাস্টিকের তো সহজ বিষয়।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com