দিল্লির রাস্তায় জাদুর কার্পেটে ‘আলাদিন’
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০২
দিল্লির রাস্তায় জাদুর কার্পেটে ‘আলাদিন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলাদিনের জাদুর কার্পেট সবারই এক আকর্ষণের বিষয়। কৈশোরে অনেকেই এই মজার কার্পেটে চড়তে ও ইচ্ছেপূরণের সেই চেরাগের জিনকে পেতে চায়। এসব শুনে কি অতীতে হারিয়ে গেলেন?


অবাক করা এই ইচ্ছা পূরণ করেছেন কেভিন কৌল। তবে তিনি কার্পেটে উড়ে নয়, তাঁর কার্পেটে মোড়া স্কেটবোর্ডে চেপে বেরিয়ে পড়েন রাস্তায়। গুরুগ্রামভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর আলাদিনের মতো সেজে রাস্তায় ঘুরে বেড়ান। তাঁকে অনেকেই স্বাগত জানান।


সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কেভিন ডিজনির সেই চরিত্র সেজে রাস্তায় স্কেটবোর্ডে চেপে ঘুরে বেড়াচ্ছেন।


তিনি চলার পথে আশপাশের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এমনকি স্টোর থেকে গিয়ে আইসক্রিমও কেনেন তিনি। ভিডিওটি ২০২২ সালের জানুয়ারিতে পোস্ট করা হলেও বিষযটি আবার নতুন করে আলোচনায় আসে।


একজন ভিডিওতে মন্তব্য করেছেন, ‘পথে নামার আগে চালান কেটেছেন কি না।’ উত্তরে কেভিন লিখেছেন, ‘স্কেটবোর্ডিংয়ের কোনো আইন নেই, তাই আমার কোনো চালান কাটতে হয়নি।’


অনেকেই তো ভারতের সড়কে স্কেটবোর্ডিং বিষয়টি চিন্তাই করতে পারেননি। কেভিন বলেন, ভারতের সড়কে স্কেটবোর্ড খুবই কঠিন বিষয়, কিন্তু আমি সামলে নিয়েছি।আরেক ব্যক্তি লিখেছেন, এখানে ঠাট্টা–মশকরার কী আছে? এটি তো একটি কৌশল বা পরিবেশনা।


কেভিন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি এখনো এমন রসদ খুঁজে বেড়াচ্ছি, যাতে দিল্লিবাসীকে মজা দিতে পারি। এটি সবার জন্য চমক হতে যাচ্ছে।’


কেভিন আরও বলেন, ‘আমি সব সময় কাল্পনিক চলচ্চিত্র দেখি। আলাদিন আমার প্রিয় চরিত্র। এমন চরিত্র যেসব ভিডিও গেমে আছে, সেগুলো আমি বরাবরই খেলে থাকি। আর সেখান থেকেই আমার মনে হয়েছে, কোনো একদিন জাদুর কার্পেটে চড়ব। তাই আমি যখন রিলস তৈরি করতে শুরু করলাম, তখন মনে হলো, আমার কৈশোরের কল্পনাকে কেন বাস্তবে রূপ দিচ্ছি না!’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com