যমজ অথচ জন্ম দুজনের দুই দেশে!
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১২:১৯
যমজ অথচ জন্ম দুজনের দুই দেশে!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাইডি জেননের জন্ম ১৯৭৬ সালে, ওয়েলসের ওয়েলশপুল হাসপাতালে। ঘণ্টা দুয়েক পর তাঁর বোন জো বেইন্সের জন্ম হয় সীমান্তের ওপারে ইংল্যান্ডের শ্রুজবেরি হাসপাতালে!


২০১২ সালে স্কটল্যান্ড ও ইংল্যান্ডে জন্ম নিয়ে দুটি যমজ শিশু স্থান পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তারপরই মূলত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে যোগাযোগ করেন জেনন।


জেননের দাবি যাচাই করার পর গিনেস কর্তৃপক্ষ ঘোষণা দেয়, দুটি ভিন্ন দেশে জন্ম নেওয়া যমজের রেকর্ডের শুরুতে আদতে হাইডি ও বেইন্সই থাকবেন।


হাইডি জেনন তাঁর ছেলের জন্য একটি বই কেনার পরই প্রথম আবিষ্কার করেন যে এই খেতাবের প্রকৃত দাবিদার তিনি আর তাঁর বোন।


হাইডির জন্ম পাওইজ হাসপাতালে, ১৯৭৬ সালের ২৩ সেপ্টেম্বর, গ্রিনিচ সময় সকাল ৯টায়। কিন্তু হাইডির মা ক্যারল মুনরো জানতেন না যে তাঁর গর্ভে যমজ শিশু বেড়ে উঠেছিল! তাই তিনি হাইডি ভূমিষ্ঠ হওয়ার পরপরই পাওইজ হাসপাতাল ছেড়ে রওনা হয়েছিলেন সীমান্তের ওপারে।


ফলে জো বেইন্সের জন্ম হয় ২০ কিলোমিটার দূরে ওয়েলস সীমান্ত পেরিয়ে শ্রপশায়ারে। ঘড়িতে তখন সকাল ১০টা ৪৫।


গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের একজন মুখপাত্র বলেন, ‘আমরা জেনন ও বেইন্সের দাবি অনুযায়ী বিশেষজ্ঞ দিয়ে বেশ কিছু বিষয় যাচাই–বাছাই শেষে নিশ্চিত হতে পেরেছি, তাঁরা নিঃসন্দেহে ভিন্ন দুটি দেশে জন্ম নেওয়া প্রথম যমজ।’


সূত্র: বিবিসি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com