বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে, সাইকেলে নীলফামারী থেকে টুঙ্গিপাড়া
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০২
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে, সাইকেলে নীলফামারী থেকে টুঙ্গিপাড়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নীলফামারী থেকে সাইকেলে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন সুজাউদ্দৌলা সুজন (৩২) নামে এক যুবক।


বুধবার, ৮ মার্চ বেলা ১১টার দিকে নীলফামারী পৌর শহরের জিরো পয়েন্ট চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতিস্তম্ভ চত্বর থেকে তিনি যাত্রা শুরু করেন।


সুজন নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি সরমজানি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ রঞ্জু।র


পেশায় ফার্মেসি ব্যবসায়ী হলেও হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন সুজন; রয়েছেন রাজনীতিতেও সক্রিয়। চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদের পাশাপাশি ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।


সাইকেলে নীলফামারী থেকে টুঙ্গিপাড়া যাত্রার বিষয়ে সুজন বলেন, ‘আমার জন্ম হয়েছে আওয়ামী লীগ পরিবারে। দাদা ও বাবা দুজনেই আওয়ামী লীগ করতেন। আমার জ্ঞান হওয়ার পর থেকে বাবা-দাদার কাছে বঙ্গবন্ধুর কৃতিময় জীবনের অনেক গল্প শুনেছি। জীবিত বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য না হলেও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সাধ রয়েছে আমার। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়া যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব না হওয়ায় এখন যাচ্ছি।’


তিনি বলেন, ‘নীলফামারী শহরের জিরো পয়েন্ট মোড় থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছাতে আমাকে পাড়ি দিতে হবে ৫৬০ কিলোমিটার পথ। যেহেতু অনেক দূরের পথ, সেজন্য পরিকল্পনা নিয়েছি, প্রতিদিন পাঁচ ঘণ্টা সাইকেল চালিয়ে ৭৫ কিলোমিটার করে পথ পাড়ি দেব। পরিকল্পনা অনুযায়ী, সাইকেল চালাতে পারলে আগামী ১৬ মার্চ টুঙ্গিপাড়ায় পৌঁছাব। পরের দিন ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করব।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com