
প্রত্যেকেই নিজের মতো করে তাঁদের সঙ্গীকে ‘সারপ্রাইজ়’ দেওয়ার জন্য গোপনে নানা রকম পরিকল্পনাও করে রাখেন। যেমন করেছিলেন, ফ্লরিডার স্কট স্লাইন।
বান্ধবী সুজ়ি টাকারকে নিয়ে সমুদ্রে নৌকাবিহার করতে বেরিয়েছিলেন স্কট। পড়ন্ত সূর্যের আলোয় দিগন্তবিস্তৃত জলরাশিকে সাক্ষী রেখে বান্ধবীকে মনের কথা জানাতে চেয়েছিলেন স্কট।
নৌকার ডেকের উপর হাঁটু মুড়ে বসে যেই না স্কট তাঁর প্যান্টের পকেট থেকে হিরের আংটিটি বার করেছেন, ঠিক সেই সময়ে হাত ফসকে আংটি গিয়ে পড়ে সমুদ্রের জলে।
আংটি উদ্ধার করতে বছর ৩৫-এর স্কট, কিংকর্তব্যবিমূঢ় হয়ে নৌকা থেকে সোজা মাঝসমুদ্রে ঝাঁপ দেন। আংটি উদ্ধার করে জল থেকে উঠে এসে স্কট বলেন, “প্যান্টের পকেট থেকে আংটি বার করতে গিয়েই হাত ফসকে তা জলে পড়ে যায়। সেই মুহূর্তে চোখে সব কিছু ঝাপসা দেখছিলাম। এক মুহূর্ত নষ্ট না করে জলে ঝাঁপ দিই। আমার অনেক সৌভাগ্য যে, ওই আংটিটি উদ্ধার করতে পেরেছি।”
সূত্র: পিকেবিনিউজ
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]