শিরোনাম
মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে টেনেহিঁচড়ালো কৃষকরা!
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ২০:৫৫
মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে টেনেহিঁচড়ালো কৃষকরা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচনী অঙ্গীকার পূরণ না করায় এক মেয়রের দুই হাত দড়ি দিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে তাকে রাস্তায় টেনেহিঁচড়ে ঘুরিয়েছে স্থানীয় কৃষকরা। জর্জ লুইস এসক্যানদোন হেরন্যান্দেজ নামের এই মেয়র মেক্সিকোর চিয়াপাস রাজ্যের লাস মার্গারিতাস পৌরসভার দায়িত্বে আছেন। খবর বিবিসির।


ঘটনার সময় তার কার্যালয়ের বাইরের রাস্তায় থাকা পথচারীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একদল মানুষ তাকে কার্যালয় থেকে টেনেহিঁচড়ে ট্রাকটির পেছনে আনার চেষ্টা করছে।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, দড়ি দিয়ে তার দুই হাত বাঁধার পর দড়িটি ট্রাকটির সঙ্গে বেঁধে তাকে লাস মার্গারিতাসের সান্তা রিতা নামের রাস্তাটিতে টেনেহিঁচড়ে ঘোরানো হয়।


পরে পৌরসভার পুলিশ কর্মকর্তারা এসকানদোনকে ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচায়। তিনি মারাত্মক আহত হননি বলে জানা গেছে।


কৃষকদের দাবি, তিনি একটি স্থানীয় রাস্তা মেরামতের অঙ্গীকার করেছিলেন কিন্তু পূরণ করেননি। ইতোমধ্যে অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।


এই ঘটনার পর এসক্যানদোন জানিয়েছেন, তিনি অপহরণ ও হত্যা চেষ্টার হামলা দায়ের করবেন। চার মাস আগেও তার সঙ্গে এমন করেছিল স্থানীয় কৃষকরা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com