শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১:২৩
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

৫ ওভার পার হতেই রান ছিল ৫০। কিন্তু টি-টোয়েন্টিতে বড় রান করতে না পারার অভ্যাস থেকে বের হতে পারলো না বাংলাদেশ। উড়ন্ত সূচনার পরও ৫ উইকেটে ১৫৪ রানেই থেমে গেছে টাইগারদের ইনিংস। অর্থাৎ জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৫৫।


পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।


ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যদিও ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু ইমন মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।


তামিম ১৭ বলে খেলেন ১৬ রানের ধীর ইনিংস। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। ৪৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু ৫.১ ওভারে ৫০ ছোঁয় টাইগাররা।


অফফর্ম থেকে বেরই হতে পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডেতে সুযোগ পেয়ে ফিরেছিলেন শূন্য করে। এবার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১ বলে ৬ করে ফিরেছেন তিনি। লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন।


লিটন ফেরার পরের ওভারে মারকুটে ইমনও সাজঘরের পথ ধরেন। থিকসানার ঘূর্ণি বুঝতে না পেরে বল আকাশে ভাসিয়ে দেন তিনি। ২২ বলে ইমনের ৩৮ রানের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কার মার। ১০ ওভারে ৩ উইকেটে ৭৯ রান তোলে বাংলাদেশ।


তবে তাওহিদ হৃদয় শুরু থেকেই সুবিধা করতে পারছিলেন না। ১৩ বলে ১০ করে অবশেষে শানাকাকে উইকেট দেন তিনি, কাট করতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষককে। ১৪.৪ ওভারে গিয়ে ১০০ পার করে টাইগাররা।


মেহেদী হাসান মিরাজ আউট হন ইনিংসের ৯ বল বাকি থাকতে। ২৩ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করেন তিনি। শেষদিকে শামীম পাটোয়ারীর ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৪ রানের ইনিংসে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। নাইম শেখ ২৯ বলে মাত্র একটি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৩২ রানে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com