
ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। শুরুর একাদশে আছেন তিনি।
তবে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া নেই শুরুর একাদশে। ম্যাচের শুরুতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে ডিফেন্ডার তপু বর্মনের হাতে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
ভারতের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন। রক্ষণে তপুর সঙ্গে আছেন তারিক কাজী। এছাড়া সাদ উদ্দিন আছেন একাদশে। হামজার সঙ্গে মিডফিল্ডে রাখা হয়েছে মজিবর জনিকে। ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেনের সঙ্গে আছেন শাহরিয়ার ইমন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]