
ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’
সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি। হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি। ফলে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তামিমকে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।
টিটুর জানিয়েছেন, ‘তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’
ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়ানোর কথা অষ্টম রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি মোহামডোন ও শাইনপুকুর। টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন, আমার অস্বস্তি লাগছে। এরপরই মুহূর্তের মধ্যেই অবস্থা খারাপ হতে থাকে।
তামিমের অবস্থা দেখে সবাই ধরে নিয়েছে, হয়তো হার্ট অ্যাটাক করেছেন তিনি। দ্রুত হেলিকপ্টার আনা হয় এভারকেয়ার হসপিটালে আনার লক্ষ্যে। সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে আবারও লুটিয়ে পড়েন তিনি।
অবস্থা যা, তাতে তাকে ওই মুহূর্তে হেলিকপ্টারে তোলা নিরাপদ ছিল না দেখে দ্রুত সাভারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। তামিমের সঙ্গে থাকা মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। স্থানীয় কেপিজে হাসপাতালে আনা হয়েছে। সবার দোয়া চাই।’
মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, ‘তামিমের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কলাপ্স করে। এ কারণে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]