জেতা ম্যাচ হেরে গেল রংপুর রাইডার্স
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:১৫
জেতা ম্যাচ হেরে গেল রংপুর রাইডার্স
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাতে ছিল ৬ উইকেট, ১৯ বলে দরকার ১৩ রান। এমন ম্যাচও হেরে বসলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স! গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে শেষমেশ হেরেই গেল রংপুর।


এদিন গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার।


লক্ষ্য তাড়ায় ১৯ বলে ১৩ রান দরকার হলেও এরপর ৩ বলের ব্যবধানে রংপুরের দুই সেট ব্যাটার খুশদিল শাহ ও ওয়ানে ম্যাডসন রানআউট হন। বিপত্তির শুরু এখানেই।


শেষ ওভারে জেতার জন্য রংপুরের দরকার ৭ রান। জেমস ফুলারের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হন হারমিত সিং। ১২৮ রানে ৮ উইকেটের পতন। শেষ ৩ বলে দরকার ৫ রান। স্ট্রাইকে রিশাদ হোসেন, ননস্ট্রাইকে মোহাম্মদ সাইফুউদ্দিন। বাংলাদেশি দুই ব্যাটারের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হয় টাই।


সুপার ওভারে রংপুর নেয় ১২ রান। লক্ষ্য তাড়ায় হ্যাম্পশায়ার জয় তুলে নেয় ১ বল হাতে রেখেই।


এর আগে হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ৩১ বলে ২৮ রান করেন ওপেনার ওলি অর। ১২ রান করে নেন টম প্রেস্ট ও জেমস ফুলার। এতে নির্ধারিত ২০ ওভার খেলে ইংল্যান্ডের দলটি অলআউট হয় ১৩২ রানে।


জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে স্টিভেন টেইলরকে সঙ্গে নিয়ে ৪৬ রান করেন সৌম্য সরকার। ১২ বলে ২০ রান করে আউট হন টেইলর। সৌম্য করেন ২০ বলে ২৭ রান। মাঝের দিকে কিছুটা চাপ থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন রংপুর অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানের খুশদিল শাহ। এক পর্যায়ে ৪ উইকেট রংপুরের রান ছিল ১২০। এরপরই তালগোল পাকিয়ে ফেলে তারা।


রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট নেন ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা। এছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২টি এবং সাইফউদ্দিন ও রিশাদ ১টি করে উইকেট নেন।


হ্যাম্পশায়ারের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন জেমস ফুলার। রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রবিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com