বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:০৪
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়েছে। এ প্রতিযোগিতার নতুন নাম রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা।


মঙ্গলবার (২৬ নভেম্বর) এ দুই টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরে তা মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নিয়ে এই দুই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছিল।


ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন ক্ষেত্র সংস্কারের অংশ হিসেবে এ টুর্নামেন্ট দুটির নামে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।


প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) শাহীনুর শাহীন খান গণমাধ্যমকে বলেন, গত ৭ নভেম্বর ওই দুই টুর্নামেন্টের নাম পরিবর্তনের জন্য অধিদফতরকে জানায় মন্ত্রণালয়। সে বিষয়ে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে সকল জেলা কর্মকর্তাদের এই দুটি টুর্নামেন্টের নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছি। নতুন নাম হবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-ও বালিকা।


উল্লেখ্য, ২০১০ সালে থেকে প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সালে থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মাঝের দুই বছর করোনা মহামারির জন্য ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতার আয়োজন হয়নি।


চলতি বছর ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনষ্ঠিত হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com