
ম্যাচ চলাকালীন কোচের পক্ষে ডাগআউট থেকে খেলোয়াড়দের কাছে মাঠে বার্তা পাঠানো কঠিন হয়ে পড়ে অনেক সময়ই। এই জায়গায় ভূমিকা রাখতে চান ব্রুনো ফের্নান্দেস।
কোচের কৌশলগত চাওয়া সতীর্থদের কাছে পৌঁছে দেওয়াকে নিজের কাজের অংশ মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।
হুবেন আমুরির কোচিংয়ে প্রথম ম্যাচে গত রোববার প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ১-১ ড্র করে ইউনাইটেড। একটা সময়ে প্রবল দাপট দেখানো দলটি অনেক দিন ধরেই অতীতের কঙ্কাল হয়ে আছে। ইপ্সউইচ ম্যাচের পর পর্তুগিজ কোচ আমুরি বলেন, লম্বা সময় ভুগতে হবে তাদের, তার পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে দলের।
আমুরির জন্য মাঠে একজন ‘কোচ’ হিসেবে প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার আশায় আছেন ৩০ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।
“অনুশীলনে আমরা কী করি, সে সম্পর্কে আমি ভালোভাবেই জানি। প্রতিটি পজিশন থেকে সবকিছু গভীরভাবে নেওয়ার চেষ্টা করি আমি। অবশ্যই সবকিছু পাওয়া সম্ভব নয়, তবে অধিনায়ক হিসেবে আমি (নিজেদের) খেলা নিয়ে পূর্ণ ধারণা রাখার চেষ্টা করি… কখনও কখনও কোচ বেঞ্চ থেকে মাঠ পর্যন্ত বার্তা দিতে পারেন না, সেটা চারপাশের আওয়াজ বা অন্য যেকোনো কারণেই হোক না কেন।”
“চেষ্টা করতে হবে এবং সতীর্থদের সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলাতে হবে। প্রতিটি পজিশন সম্পর্কে জানা বা ধারণা থাকা; তারা যেভাবে মুভ করে, (প্রতিপক্ষকে) চাপ দেওয়ার বিষয়ে কোচ আমাদের কাছে কী চান। এসব আমার ভূমিকারও সামান্য অংশ।”
নিজেদের পরের ম্যাচে ইউরোপা লিগে বৃহস্পতিবার নরওয়ের ক্লাব বোডো গ্লিমটের মুখোমুখি হবে ইউনাইটেড।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]