
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করে অনন্য রেকর্ড গড়েছেন শারমিন আক্তার। বাংলাদেশের হয়ে যেটি দ্রুততম ফিফটি। এতদিন এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের দখলে। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন তিনি।
ফিফটি করেই থামেননি শারমিন, খেলেছেন ওয়ানডে ক্যারিয়ার সেরা ৮৯ বলে ৯৬ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে হাঁকান ১৪টি বাউন্ডারি। ইনিংসে সর্বোচ্চ ১৪টি চার হাঁকিয়ে এখানেও তিনি নতুন রেকর্ড গড়েন। এর আগে মুর্শিদা খাতুন ইনিংসে সর্বোচ্চ ১২টি চার মেরেছিলেন।
তবে অল্পের জন্য সেঞ্চুরি করতে না পারায় আফসোস হয়তো থেকেই যাবে শারমিনের। সেঞ্চুরি করতে দরকার ছিল মাত্র ৪ রান, তখনও ইনিংসের বাকি ৭ বল। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। শারমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ ২৫২ রান করে।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ। এতে ছাড়িয়ে গেছে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে করা ২৫০ রানকে।
শারমিনের ইতিবাচক ব্যাটিংয়ের দিনে ফিফটি হাঁকান ফারজানা হক পিংকি। তিনি ১১০ বলে ৬১ রান করেন। এছাড়া দুইবার জীবন পেয়ে ৬১ বলে ৩৮ রান করে ফেরেন মুর্শিদা খাতুন।
টার্গেট তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশ সর্বোচ্চ ১৫৪ রানের রেকর্ড জয় পায়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]