তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে সিরিজ ১-১ এ সমতা আসলে তৃতীয় এবং শেষ ম্যাচটি ‘অঘোষিত ফাইনালে’ পরিণত হয়েছে।
১১ নভেম্বর, সোমবার শারজাহতে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ।
এই ম্যাচে অবিষেক হচ্ছে পেসার নাহিদ রানার, বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এছাড়া, এই ম্যাচে ব্যাটিং অর্ডারে জাকির হাসানকে নেওয়া হয়েছে। অধিনায়ক নাজমুল শান্ত ইনজুরিতে পড়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তিনি খেলতে পারবেন না।
এর আগে, বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাসুম আহমেদকে দলে নেয়। ম্যাচের চিত্র বদলে দেন তিনি। ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায় প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি নাসুম।
বিবার্তা/নাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]