
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯২ হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এদিন আফগানদেরকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে শান্তবাহিনী। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচ।
১১ নভেম্বর, সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে একই সময়ে বিকেল সময় ৪টায়।
সবশেষ গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। শেষ ম্যাচে জয় পেলেও ততক্ষণে সিরিজ হাতছাড়া হয়ে যায় টাইগারদের।
ঐ হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিলো টাইগারদের। নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে বাজে অধ্যায়ের সূচনা হয়। তাই এবার সিরিজ জিতে দেশে ফিরতে চান শান্ত-মিরাজরা। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আফগানদেরও সুযোগ আছে সিরিজ জেতার।
এখনও পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে ৭টি হারের বিপরীতে ১১টি জয় পেয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তনে এনে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। তাই তৃতীয় ম্যাচের একাদশে পরিবর্তন না আসার সম্ভাবনা নেই বললেই চলে।
তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]