
তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। পার্থে অস্ট্রেলিয়ার দেওয়া ১৪১ রানের টার্গেট ২ উইকেট হারিয়ে সহজেই টপকে যায় রিজওয়ানের দল।
এ জয়ে ২২ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়েছে পাকিস্তান। সব সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়।
শেষবার পাকিস্তান অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল ২০০২ সালে ওয়াকার ইউনিসের নেতৃত্বে। সেটিও ছিল ২-১ ব্যবধানে।
১০ নভেম্বর, রবিবার পার্থে যে দল জিতবে সিরিজও তাদের। এমন সমীকরণে শেষ ম্যাচে টস হারা অস্ট্রেলিয়াকে ৩১.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামান পাকিস্তানের পেসাররা। চার পেসার মিলে নিয়েছেন ৯টি উইকেট।
শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ৩টি করে, হারিস রউফ ২টি ও বাকি উইকেট হাসনাইনের। একজন রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন।
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান শিন অ্যাবটের। এই বোলিং অলরাউন্ডার ৩০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান ওপেনার ম্যাথু শর্টের।
জবাবে সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের ৮৪ রানের উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজেদের করে নেয় পাকিস্তান। সাইম ৪২ রান ও শফিক করেন ৩৭ রান। এরপর ১ রানের ব্যবধানে দুই ওপেনার সাজঘরে ফিরলে ৫৮ অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে ভেড়ান বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
বিবার্তা/নাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]