
অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ২২ নভেম্বর। এই সিরিজের প্রথম এবং পার্থ টেস্টের জন্য ১৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নারের অবসরের পর বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিং পজিশন। কারণ, মিডল অর্ডার থেকে ওপেনার হিসেবে এসে খুব একটা সুবিধা করতে পারেননি স্টিভেন স্মিথ। এরপরেই জানান দেন আগের পজিশনেই খেলতে চান তিনি।
শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী ম্যাকসুইনির উপর ভরসা রেখেছে অস্ট্রেলিয়া। সবশেষ ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন ম্যাকসুইনি। প্রথম টেস্টে ছিল একটি অপরাজিত ৮৮ রানের ইনিংস। চার ইনিংস ব্যাট করে ৫২ গড়ে ১৭৬ রান করেন ম্যাকসুইনি।
এখন পর্যন্ত ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাকসুইনির রান ৩৮.১৬ গড়ে ২২৫২। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আছে ৬ সেঞ্চুরি। ম্যাকসুইনির মতোই এই টেস্ট দিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ। পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক তিনি।
কামিন্সের নেতৃত্বে এ স্কোয়াডের পেস আক্রমণে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর স্কট বোল্যান্ড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন। ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে প্রায় ৮ মাসের পর টেস্ট খেলতে যাচ্ছে অজিরা।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, উসমান খাজা, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ ইংলিস, নাথান লায়ন এবং নাথান ম্যাকসুইনি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]