
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তাই সিরিজ রক্ষার মিশন নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন টাইগার অধিনায়ক শান্ত।
৯ নভেম্বর, শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম।
ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ১৭ বলে ২২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। এতে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সঙ্গ নিয়ে রান করতে থাকেন শান্ত। দুজনে মিলে ৭১ রানের জুটিতে গড়েন। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন সৌম্য। ১৯তম ওভারে পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই টাইগার ওপেনার।
অন্যদিকে, একপ্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন অধিনায়ক শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১৫০ রান পার করে টাইগাররা। এরপর আর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ৩৩ বলে ২২ রান করে আউট হন এই টাইগার অলরাউন্ডার।
এদিকে বল ডট দিলেও পিচে থেকে লড়াই করেছিলেন শান্ত। কিন্তু ১১৯ বলে ৭৯ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন টাইগার অধিনায়ক। ৯ বলে ৩ রান করে একইভাবে সীমানায় ধরা পড়েন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। এতে ছন্দ হারায় বাংলাদেশ।
এরপর অষ্টম উইকেটে জুটিতে দলের ইনিংস মেরামত করেন অভিষিক্ত জাকের আলী এবং নাসুম আহমেদ। ২৪ বলে ২৫ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন নাসুম। শেষ পর্যন্ত তাসকিনের ২ রান এবং জাকেরের ২৭ বলে তিন ছক্কা ও এক চারের মারে অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাঙ্গেয়ালিয়া খারোটি। এ ছাড়াও রশিদ খান এবং আল্লাহ গজানফর দুটি করে উইকেট শিকার করেন।
বিবার্তা/নাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]