
গত কয়েক দিন ধরেও জোরেশোরে আলোচনা হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে তো ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত জানতে কয়েক দিন আগে তাগদাও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। নিজেদের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। তবে শোনা যাচ্ছে, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না যাওয়ার বিষয়টা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। দল পাঠাতে বিসিসিআইকে নিষেধ করেছে ভারত সরকার।
শেষ পর্যন্ত এমনটা সত্যি হলে সর্বশেষ এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজন করবেন না বলে জানিয়ে দিয়েছেন পিসিবির সভাপতি মহসিন নাকভি। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি।’
এমন টুর্নামেন্ট আয়োজন করতেও আমরা রাজি নই। ভারতীয় গণমাধ্যমে এমনটা বলা হলেও পিসিবির কাছে (ভারত) আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।’
র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]