আফগানদের কাছে হেরে উইকেটকে দুষলেন মিরাজ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:২০
আফগানদের কাছে হেরে উইকেটকে দুষলেন মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। মাত্র ২৩৬ রানের টার্গেটে খেলতে নেমে এমন হারের পর মাথা হেঁট হয়ে গেছে গোটা দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ হারের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ম্যাচটি নিয়ে কথা বলেছেন দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


৮ নভেম্বর, শুক্রবার মিরাজ বলছেন, দায় আসলে শারজার উইকেটের। ১২ রানে শেষ ৭ উইকেট হারানোর ব্যাখ্যায় এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।’


‘হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে’- যোগ করেন মিরাজ।


ম্যাচে আফগান স্পিনার গাজানফার একাই ৬ উইকেট শিকার করে বাংলাদেশের তরী ডুবিয়ে দেন। তার ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশি ব্যাটাররা।


যদিও বাংলাদেশি ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্স যে শারজাতেই দেখা গেছে তা নয়। ঘরের মাঠে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাটাররা হালে পানি পাননি। এর আগের সিরিজগুলোতেও ব্যাটিং নিয়ে ভুগেছেন ব্যাটাররা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com