ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নবী
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নবী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় ৪০ বছর বয়সে এসেও মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্ম নবী। চলমান বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে মহাকাব্যিক ৮৪ রানের এক ইনিংস খেলে জানান দেন তিনি এখনো ফুরিয়ে যাননি। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফির সময় ৪০ পেরিয়ে যাবে এ অলরাউন্ডারের। সেই টুর্নামেন্ট খেলেই ওয়ানডেকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।


৭ নভেম্বর, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই এ ঘোষণা দেন।


বিষয়টি পরে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।


এর আগে, ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় মোহাম্মদ নবীর। আফগান ক্রিকেটের বেড়ে ওঠা ও অনেক উত্থান–পতনের সাক্ষী এ অলরাউন্ডার ১৫ বছরে খেলেছেন ১৬৫ ওয়ানডে। এ সময়ের মধ্যে ৩৫৪৯ রানের পাশাপশি নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে আফগানিস্তানের শীর্ষ রান সংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারি দুই তালিকাতেই তার অবস্থান দুইয়ে।


শারজায় গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ৯২ রানের জয়েও বড় অবদান রাখেন নবী। ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার পথে খেলেছেন ৭৯ বলে ৮৪ রানের ইনিংস। এরপর নিয়েছেন নাজমুল হোসেন শান্তর উইকেট। বাংলাদেশের অবিশ্বাস্য পতনের শুরু সেখান থেকেই।


ওয়ানডে থেকে নবীর অবসরের খবর নিশ্চিত করে ক্রিকবাজকে নসিব খান বলেন, হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাবে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা ওর সিদ্ধান্তকে স্বাগত জানাই।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com