অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে সমতা আনলো পাকিস্তান
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৫:২৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে সমতা আনলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে গিয়েছিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে কোনো পাত্তা না দিয়ে সিরিজে সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানের দল।


এ দিন অ্যাডিলেড ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। তার সিদ্ধান্ত দারুণভাবে কাজে লাগান পেসাররা।


স্বাগতিক অস্ট্রেলিয়ান ব্যাটারদের ওপর রীতিমত আগুন ঝরিয়েছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইনরা। ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এর ফলে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের কাছে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হলো অস্ট্রেলিয়া। এর আগে অজিরা ১৯৯০ সালে সিডনিতে সর্বনিম্ন ১৬৫ রানে অলআউট হয়েছিলো।


শুরুতে ২১ রানের জুটি গড়েন ম্যাথিউ শর্ট এবং জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। শাহিন শাহ আফ্রিদির বলে ১৩ রান করে আউট হন ম্যাগার্ক। ১৯ রান করে আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ দেন ম্যাথিউ শর্ট।


এরপরই শুরু হয় হারিস রউফের তাণ্ডব। জস ইংলিশকে ১৮ রানে, মার্নাস লাবুশেনকে ৬ রানে আউট করেন তিনি। স্টিভেন স্মিথ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন; কিন্তু ৩৫ রান করে মোহাম্মদ হাসনাইনের অফ স্ট্যাম্পের বাইরের বলকে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে রিজওয়ানের হাতে।


অ্যারোন হার্ডি ১৪ রানে ক্যাচ দেন উইকেটের পেছনে। বোলার হারিস রউফ। গ্লেন ম্যাক্সওয়েল তো বাইরের বল ভেতরে টেনে এনে বোল্ড হলেন ১৬ রান করে। প্যাট কামিন্সও হারিস রউফের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। দুর্দান্ত বোলিং করে হারিস রউফ একাই নেন ৫ উইকেট।


শুধু তাই নয়, একই ম্যাচে সর্বোচ্চ ৬টি ক্যাচ ধরার রেকর্ডও গড়েন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অবশ্য আরও একজন এক ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন, তিনি সরফরাজ আহমেদ। শেষ মুহূর্তে অ্যাডাম জাম্পা ২১ বলে ১৮ রান না করলে তো অস্ট্রেলিয়ার রান ১৫০ ও পার হতো না। শেষ পর্যন্ত জাম্পা শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হলে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।


জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। ১৩৭ রানের উদ্বোধনী জুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় অজিদেরকে। সাইম আইয়ুব ৭১ বলে ৮২ রান করে সাজঘরে ফিরলেও বাবর আজমকে বাকি পথ পাড়ি দেন অপর ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনি ৬৪ রানে এবং বাবর ১৫ রানে অপরাজিত ছিলেন।


সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া: ৩৫ ওভারে ১৬৩ (স্মিথ ৩৫, শর্ট ১৯, জাম্পা ১৮, ইংলিস ১৮; রউফ ৫/২৯, আফ্রিদি ৩/২৬)।


পাকিস্তান: ২৬.৩ ওভারে ১৬৯/১ (সাইম ৮২, শফিক ৬৪*, বাবর ১৫*; জাম্পা ১/৪৪)।


ফলাফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হারিস রউফ।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com