ফিল্ডিং নিয়ে অধিনায়কের সঙ্গে তর্ক, নিষেধাজ্ঞা পেলেন জোসেফ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৪:১১
ফিল্ডিং নিয়ে অধিনায়কের সঙ্গে তর্ক, নিষেধাজ্ঞা পেলেন জোসেফ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলাকালীন ফিল্ডিং সাজানো নিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে মতের অমিল হওয়ায় মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। এমন আচরণের জন্য তাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।


ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। এসময় ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন অধিনায়ক শাই হোপ। পরের বলেই দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জোসেফ।


বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন এই পেসার। সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কিন্তু ওভার শেষ করেই অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠের বাইরে চলে যান তিনি।


যদিও মাঠ থেকে বের হয়ে আসার আগে হাত তুলে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেছিলেন কোচ ড্যারেন সামি। কিন্তু তা আমলে নেননি এই পেসার। তাই এমন আচরণের জন্য জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।


এ বিষয়ে দেশটির বোর্ডের পক্ষে ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেন, আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।


মাঠে নিজের এমন আচরণের জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট্ট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com