
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী। ব্যাটিংয়ে নামা আফগান ওপেনার গুরবাজকে ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। এরপর দ্রুত তিন ব্যাটারকে ফিরিয়ে দেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৩৬ রান। শাহিদী ৪ এবং গুলবাদিন নাইব ১ রানে ব্যাট করছেন।
এদিন প্রথম ওভারে ৬ রান তুলে নেন দুই আফগান ওপেনার। দ্বিতীয় ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক শান্ত। ওভারের পঞ্চম বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরের পথ দেখান টাইগার পেসার। ৭ বলে ১ চারের মারে ৫ রান করেন গুরবাজ। শুরুতে উইকেট হারিয়ে দেখেশুনে খেলছিলেন ওয়ান ডাউনে নামা রহমত শাহ।
অধিনায়ক শান্ত বল তুলে দেন কাটার মাস্টার ফিজকে। অধিনায়ককে হতাশ করেননি মোস্তাফিজ। ১৩ বলে ২ করা রহমতকে ফিরিয়ে শুরু করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত হানেন তিনি। নবাগত সেদিকুল্লাহ আতালকে ২১ রানে এবং ওমরজাইকে কোনো রান করতে না দিয়ে সাজঘরের পথ দেখান ফিজ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]