
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে দীর্ঘদিন পর একদিনের ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করতে না পারলেও, আজ ওয়ানডেতে তাদের পারফরম্যান্স নিয়ে অনেকেই আশাবাদী। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত আফগানিস্তান দল।
৬ নভেম্বর, বুধবার থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে বাংলাদেশ আগে বোলিং করবে।
বাংলাদেশ একাদশে ওপেনিংয়ে নামবেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। বোলিং বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন স্পিন আক্রমণের দায়িত্বে আছেন। পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]