কানপুর টেস্ট: দ্বিতীয় দিন পরিত্যক্ত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৭
কানপুর টেস্ট: দ্বিতীয় দিন পরিত্যক্ত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৃষ্টিবাধায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কানপুর টেস্টের দ্বিতীয় দিন। বৃষ্টির কারণে এদিন একটি বলও মাঠে গড়াতে পারিনি। ইতোমধ্যে দু’দলের ক্রিকেটাররা ফিরে গেছেন হোটেলে।


কানপুর টেস্টের প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগে শেষ হয়েছিল। মাঠে গড়িয়েছিল মাত্র ৩৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও ভয়াবহ। দ্বিতীয় সেশন চললেও এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা।


এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারাদিনই চলতে পারে এই বৃষ্টি। বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোকস্বল্পতাও। অন্যদিকে, মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয়। তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।


এর আগে, ৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথমদিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক, মুশফিক অপরাজিত আছেন ৬ রানে। চেন্নাই টেস্টে হেরে সিরিজে পিছিয়ে নাজমুল শান্তর দল। সমতা ফেরাতে তাই জয়ের বিকল্প নেই সফরকারিদের।


কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই নিজেকে খুঁজে ফিরছিলেন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।


জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তিনিও আকাশ দীপের শিকার। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com