
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর ব্যাটিংয়ে নামছে টাইগাররা। কানপুরে সকাল থেকে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় আধাঘন্টা পর টস হয়েছে।
ভারত কোনো পরিবর্তন আনেনি একাদশে। দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও নাহিদ রানা পরিবর্তে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জায়গা পেয়েছেন।
চেন্নাই টেস্টে উভয় দল ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলেছে। এবার বাংলাদেশ ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। ভারত আগের স্ট্র্যাটেজিতেই আছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকে রক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক) যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]