আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে সাফল্যের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।


এই ম্যাচে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে এগিয়ে ছিল তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাজমুল হাসান শান্ত। তাই কানপুর টেস্টে মাঠে নামার আগে আইসিসি থেকে সুখবরও পেয়েছেন এই তিন ক্রিকেটার।


২৫ সেপ্টেম্বর, বুধবার ছেলেদের ক্রিকেটে সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ১৪ ধাপে এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন শান্ত। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন তিনি।


ব্যাট হাতে পারফর্ম করতে না পারায় পিছিয়ে পড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন লিটন। ৬ ধাপ পিছিয়ে বর্তমানে ২৩ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। আর ১১ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে নেমে গেছেন মুমিনুল হক।


অন্যদিকে ব্যাটারদের বিপরীত চিত্র ছিল বাংলাদেশের পেসারদের। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। পরপর দুই (পাকিস্তান সিরিজসহ) টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী পেসার।


একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে ৮ ধাপ (৬৩তম) এগিয়েছেন তাসকিন। বর্তমানে পাওয়া ৩০৮ রেটিং তার ক্যারিয়ার সেরা। গতি দিয়ে চমক দেখাতে থাকা নাহিদ রানা এক ধাপ এগিয়ে উঠেছেন ৭৮ নম্বরে।


চেন্নাই টেস্টে পেসাররা ভালো ভূমিকা রাখলেও আলো ছড়াতে পারেননি স্পিনাররা। দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিলেও মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে এবং বল হাতে চূড়ান্ত ব্যর্থ সাকিব ৬ ধাপ নিচে (৩৩তম) নেমে গেছেন। তবে দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করে এক ধাপ (৪৩) এগিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com