
দেশের ক্রীড়া অঙ্গন ও সংবাদমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ অঘোর মণ্ডল মারা গেছেন।
২৫ সেপ্টেম্বর, বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান এই জ্যেষ্ঠ সাংবাদিক।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মণ্ডল। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন। শুক্রবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে আজ বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অঘোর মন্ডল তিন দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত। নব্বইয়ের দশকে ভোরের কাগজে কাজ শুরু করেন তিনি। এখন দেশের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজে কাজ করেছেন অনেক দিন। বর্তমানে এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন অঘোর মণ্ডল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]