বাংলাদেশ দলকে ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১
বাংলাদেশ দলকে ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানপুর টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে গোয়ালিয়রে যাবেন বাংলাদেশ ও ভারত দল। বাংলাদেশে বেশ কিছু হিন্দুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে আগেই পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা।


বাংলাদেশের বিরোধিতা করে ম্যাচ বানচালে ৬ অক্টোবর গোয়ালিয়র বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ধর্মীয় সংগঠনটি। তারপর গত পরশু গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদের বিশেষ রীতি পালন করেছে তারা। এসব কারণে বাংলাদেশ দলের নিরাপত্তা আরও জোরদার করছে ভারত।


বাংলাদেশ দলকে তিন স্তরে নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র।


‘হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি-টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’


ভারতের বার্তা সংস্থা পিটিআইকে ২৪ সেপ্টেম্বর(মঙ্গলবার) হরিশ চন্দ্র জানিয়েছেন, ‘কোনও ফাঁক না রাখতে আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।’


তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও রাজ্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য বিনিময় চলছে। সম্ভাব্য বিপদ এবং সেসব কীভাবে চিহ্নিত করা যায়, এসব নিয়েও তথ্য বিনিময় করছেন তারা।


হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘আমরা এখানে (গোয়ালিয়র) ম্যাচটি হতে দেব না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দল গোয়ালিয়রে আসার পর আমরা প্রতিবাদ জানাব।’


হিন্দু মহাসভার দাবি, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদে তারা কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হতে দিতে চায় না।


গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল না করলে কুপিয়ে পিচ নষ্ট করার হুমকি দিয়েছিলেন ভরদ্বাজ।


পিটিআইকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com