
দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সাবেক ফুটবলার ও ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচন করা তাবিথ আউয়াল।
২৩ সেপ্টেম্বর, সোমবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘোষণা দেন তিনি।
নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তাবিথ বলেন, ‘এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’
বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আগেই। এরপরই নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। এবার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল।
উল্লেখ্য, সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালেও সহ-সভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনঃনির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]