দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েই বাজিমাত করেছে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের হারানোর স্বাদ পাওয়া আফগানরা দ্বিতীয় ম্যাচেও ছিল বেশ আগ্রাসী। ১৭৭ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে আফগানরা।


সারজায় প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩১১ রানের শক্ত পুঁজি দাঁড় করায় হাসমতউল্লাহ শহিদির দল। জবাবে রশিদ খানের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এক ম্যাচ হাতে রেখেই হেরে বসে সিরিজ। হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে প্রোটিয়ারা।


সারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। আফগানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। রিয়াজ ৪৫ বলে ২৯ রান করে সাজঘরে ফিরলেও থামানো যায়নি গুরবাজকে। এই ওপেনার ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলে যতক্ষণে ফিরেছেন ততক্ষণে প্রায় দু’শর ঘরে আফগানরা। ফিফটির দেখা পেয়েছেন রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাই। ৫০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে আফগানের সংগ্রহটাকে তিনশ পার করান আজমতউল্লাহ।


জবাবে অধিনায়ক টেম্বা বাভুমার ৩৮ রানের ইনিংস ও জরজির ৩১ রানের ইনিংস ছাড়া খুব একটা সুবিধা করতে পারেনি বাকিরা। ৭১ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা ১৩৪ রানেই অলআউট হয়ে যায়। রশিদ খান ১৯ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। নানগেলিয়া খরতের শিকার ৪ উইকেট।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com